রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান গাড়ির যাত্রী রজব প্রামানিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা বাজারের কাছে এ দুঘর্টনা ঘটে।
কৃষক রজব প্রামানিক বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জেকের প্রামানিকের ছেলে। তিনি পেশায় কৃষক।
স্থানীয় সুত্রে জানা যায়, রজব প্রামানিক তার ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানের বাজার করতে ভ্যানযোগে নারুয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় গাড়াকোলা বাজারের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকের সাথে ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রজব প্রামানিক। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তিনি মারা যান।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রজব প্রামানিকের ফরিদপুর হাসপাতালে মৃত্যু হয়েছে। এ বিষয়ে কেউ এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭