রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ছাত্রদল কর্মী ফারুক সরদার (২৫) কে কুপিয়ে হত্যার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার কর হয় বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব।
গ্রেফতার আসামিরা হলেন- গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের সোনাউল্লাহ শেখের ছেলে ফজল শেখ (৪০) ও একই গ্রামের মোহন মণ্ডলের ছেলে ইউসুফ মণ্ডল (৩০)।
নিহত ফারুক সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়ার পল্লী চিকিৎসক শহিদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন।
গত শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ৯ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে ছাত্রদল কর্মী ফারুক সরদারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ফারুকের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি ফজল শেখকে ও একইদিন বিকেলে তদন্তেপ্রাপ্ত আসামি ইউসুফ মণ্ডলকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে।
মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭