রাজবাড়ীর গোয়ালন্দে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলো— গোয়ালন্দ উপজেলার নিলুশেখের পাড়ার মো. মুনছের আলী শেখের ছেলে সিদ্দিকুর রহমান চিতাই (৩৭), দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মৃত কুটি শেখের ছেলে মো. আজগর শেখ (৪০) এবং উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার রব বেপারীর ছেলে মো. শরীফ বেপারী (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, ‘অস্ত্রধারী কিছু ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে দৌলতদিয়া যৌনপল্লির খিঁচুড়িপট্টি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় দুটি দা ও দুটি চাকুসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের পর আসামিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।’
শরীফ আল রাজীব আরও বলেন, ‘গ্রেফতার সিদ্দিকুর রহমান চিতাইয়ের নামে মাদক ও দস্যুতাসহ মোট ছয়টি, আজগর শেখের নামে জুয়া ও মাদকসহ মোট নয়টি ও শরীফ বেপারীর নামে চারটি মামলা রয়েছে।’
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭