রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাসী সবুজ শেখ হত্যার বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মকবুলের দোকান এলাকায় মানববন্ধন কর্মসূচি শুরু করা হয়। সবুজ শেখের বাবা আইনদ্দিন শেখ ও মা সুফিয়া বেগমসহ নবুওছিমদ্দিন পাড়া এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় সানোয়ার আহমেদ সানু, মিজানুর রহমান, আবুল হাসেম শেখ, হাজী মো. শাহজাহান, নাসির শেখ, আফজাল শেখ, খবির উদ্দিন মোল্লা, শাহিন মৃধাসহ অন্যরা বক্তব্য দেন।
মানববন্ধন শেষে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে মহাসড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বিক্ষোভকারীরা বলেন, গত ২৩ সেপ্টেম্বর পরকীয়া প্রেমিক রাসেল শেখর যোগসাজশে নবুওছিমদ্দিন পাড়ার সৌদি প্রবাসী রাসেল শেখকে ঘাস মারা বিষ খাওয়ান তার স্ত্রী রোকসানা খাতুন। গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর মারা যান সবুজ। এ ঘটনায় পরিবারের সদস্যরা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে মামলা করতে বলেন।
পরে গত ৭ অক্টোবর সবুজের মা সুফিয়া বেগম বাদী হয়ে রাজবাড়ীর বিজ্ঞ গোয়ালন্দ আমলি আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭