Rajbari News 24

১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , সোমবার
Search
Close this search box.

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে মনিরুল কাজী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনিরুল কাজী (৪৯) বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সূত্রে জানা যায়, ২০ বছর আগে মনিরুল কাজীর সঙ্গে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারী গ্রামের হাসি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাসির বাবার বাড়িতে ঘরজামাই থাকতেন মনিরুল। ২০১৬ সালের ডিসেম্বরে হাসির বাবা মারা যান। এরপর থেকে হাসির বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা দেয়ার জন্য তাকে চাপ দিতেন মনিরুল। হাসি জমি বিক্রি করতে চাইতেন না। ফলে হাসিকে প্রায়ই মারধর করতেন তার স্বামী।

২০২৩ সালের ২৯ জুন দিবাগত রাতে এ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে গোয়াল ঘরে মশার কয়েল দিতে যান হাসি। এ সুযোগে গোয়াল ঘরে গিয়ে হাসিকে গলাটিপে ও গরুর পানি খাওয়ার হাউসে চুবিয়ে হত্যা করেন মনিরুল।

৩০ জুন সকালে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে। ওইদিনই হাসির ভাই ইয়াকুব আলী বাদী হয়ে মনিরুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মনিরুল আদালতেও স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন। হাসি ও মনিরুল দম্পতির ১৩ বছর বয়সী এক ছেলে এবং ১৮ ও ১০ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত-১ এর সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘আসামি আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আবার তাদের দুই সন্তান এই মামলায় আদালতে সাক্ষী দিয়েছেন। ফলে আজ আদালত যে রায় দিয়েছেন আমরা অনেক খুশি। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে।’

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা!

রাজবাড়ীতে একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করেই ধোঁয়া উঠেছে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্রেন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ধোঁয়া নিয়ন্ত্রণ করায়

গোয়ালন্দে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রাবাহী বাসের ধাক্কায় জাহাঙ্গীর মোল্লা (৩৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালকসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার

রাজবাড়ী পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজবাড়ী পৌর বিএনপির ১০১ সদস্য ও ১৬ জন উপদেষ্টা বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা

রাজবাড়ীতে শিশু সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে মো. লতিফ কাজী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত

ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেফতার

ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার

আলীপুরে একই সময়ে দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য

এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে করতেই বসেন দ্বিতীয় বিয়ের পিঁড়িতে। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। গোপনে মন