রাজবাড়ীর কালুখালীতে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে মোহনপুর গ্রামের মতিন মণ্ডলের ধান ক্ষেতে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে কালুখালী থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, আনুমানিক ৩৫ বছর বয়সী নারীর মরেহটি পচা-গলা ও পোকায় ধরা। মুখমণ্ডলের মাংস পচে মাথার খুলি বের হয়ে এসেছে। পরনে নীল রংয়ের কাপড় রয়েছে।
মরদেহের পরিচয় সনাক্ত ও ক্রাইমসিন প্রস্তুতের জন্য পিবিআই ও সিআইডির ফরেনসিক ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭