Rajbari News 24

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
Search
Close this search box.

গোয়ালন্দে ট্রলারে ইলিশ তল্লাশি করতে গিয়ে মিলল আগ্নেয়াস্ত্র

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানোর সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের কাছে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার কাঁচরন্দপুর গ্রামের আবু বক্কার মুন্সীর ছেলে জীবন্ত মুন্সী (২০), একই গ্রামের আজাদ শেখের ছেলে নাজির উদ্দিন শেখ (১৯), পাবনা জেলার বেড়া উপজেলার ধারাই গ্রামের রহমত সরদারের ছেলে রশিদ সরদার (৫৫) ও একই উপজেলার ঢালার চর গ্রামের আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা (২৩)।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রজনন মৌসুম নিরাপদ করতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মা ইলিশ রক্ষায় প্রতিদিনের মতো আজও সারাদিন আমরা গোয়ালন্দ উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ও দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশসহ পদ্মা নদীর গোয়ালন্দ এলাকায় অভিযান পরিচালনা করি। বিকেল সাড়ে ৪ টার দিকে আমরা কুশাহাটা থেকে অন্তারমোড় যাওয়ার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটের কাছে একটি যাত্রাবাহী ট্রলারে ইলিশ মাছ তল্লাশি করি। এসময় ওই ট্রলারে একটি স্কুল ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশী পিস্তল ও একটি একনলা বন্দুক উদ্ধারের পাশাপাশি অস্ত্র বহন করার দায়ে ৪ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতার ৪ জনের মধ্যে রশিদ সরদারের বিরুদ্ধে একটি মারামারি মামলা রয়েছে। বাকী ৩ জনের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন মামলা থাকার তথ্য পাওয়া যায়নি। তারা অস্ত্র নিয়ে অন্তারমোড় এলাকা থেকে ট্রলারে করে রাখালগাছির দিকে যাচ্ছিল। তবে তারা কি কারণে অস্ত্র নিয়ে যাচ্ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর

অপহরণ মামলা থেকে বাঁচতেই কি ওসির বিরুদ্ধে মামলা?

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রিমা খাতুনের নামে পাংশা থানায়

আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠানে নিমিষেই বিষাদের ছায়া!

বাড়িভর্তি মেহমান। সাজানো হয়েছে বড় প্যান্ডেল। রান্নার সব আয়োজনও সম্পন্ন। ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুট

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬ টার দিকে সদর