Rajbari News 24

১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
Search
Close this search box.

‘তারেক রহমানের নির্দেশে শেখ হাসিনার পতন হয়েছে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কর্যালয়ে জেলা শ্রমিক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোস্তাফিজুল করিম মজুমদার বলেন, ‘আমাদের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, বহুদলীয় গণতন্ত্রের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল আজ সুসংগঠিত। তিনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিয়ে চলেছেন। ছাত্র, শ্রমিক, জনতার বিপ্লব যদি আর একটা দিন পরে হতো, তাহলে ক্ষমতা শেখ হাসিনার কাছেই থেকে যেত। তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির নেতা, ছাত্র, আরও অন্যদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই কাজ হয়েছে। অন্যথায় ৫ তারিখের বিপ্লব যদি ৬ তারিখে হতো তাহলে আমরা গণতন্ত্র ফিরে পেতামনা, আমরা স্বাধীন হতে পারতাম না।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যতোদিন পর্যন্ত নির্বাচন না হবে, ততোদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা। গত ১৬ বছর আমরা ভোট দিতে পারিনি। আওয়ামী লীগ জনগণের ভোটের তোয়াক্কা করেনি। আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ঈদে যেমন আনন্দ করি, আগামী নির্বাচনে আমরা ভোটকেন্দ্রে গিয়ে তেমন আনন্দ করে ভোট দেব। আগামীর সরকার হবে জনগণের সরকার। জনগণ যাদের ভোট দিয়ে সংসদে পাঠাবে তারাই সরকার গঠন করবে।’

কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক ও জনতা ব্যাংক জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মো. মোসলেহ উদ্দিন, বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম বক্তব্য দেন।

বক্তব্যে রাজবাড়ী জেলা শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে চাঁজাবাজি, দখলবাজিসহ সব ধরনের অপকর্ম প্রতিরোধ করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।

এ সময় জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. জলিল শেখ, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম. এ. খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা আলম ও সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।

রাজবাড়ীতে তানভীর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর শেখ (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ তথ্য নিশ্চিত

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শেখকে (২৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টার দিকে পৌরসভার বিনোদপুর

রাজবাড়ীতে টার্মিনাল পার্কিং ফির নামে মহাসড়কে চাঁদাবাজি!

জরাজীর্ণ টার্মিনালে থামে না বাস। অথচ পার্কিং ফির নামে মহাসড়কে আদায় করা হচ্ছে চাঁদা। রাজবাড়ীতে ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে এমন বেপরোয়া চাঁদা আদায় করছে

খানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও দুই মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও দুই মেয়েকে মারধর, কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (৬ নভেম্বর)

রাজবাড়ীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে ‘বিশেষ টাস্কফোর্স’ টিম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ীতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ‘বিশেষ টাস্কফোর্স’ টিম। এতে সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনী ও পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস সাংবাদিক রবিউল 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ছাত্রলীগ নেতার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন রাজবাড়ীর সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনু। রোববার