রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ডুবে জুবায়ের হাসান (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নদীতে দেড় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় শিশুটি।
নিখোঁজ জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়তো।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এমরান মাহমুদ তুহিন জানান, ‘বিকেল ৪ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জুবায়ের ও তার দুই সহপাঠী গোসল করতে যায়। এসময় হঠাৎ নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় জুবায়ের। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।’
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিম লিডার আব্দুল বাসেদ বলেন, ‘আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। তবে দেড় ঘন্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনো খোঁজ মেলেনি। পরে রাত ৮ টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়।’
প্রধান সম্পাদক : এম.এ. খালেদ পাভেল, নির্বাহী সম্পাদক : এম.এ. তারেক,বার্তা সম্পাদক : আশিকুর রহমান, ই-মেইল: rajbarinews24@gmail.com, মোবাইল: ০১৭২১-০৮৯৮২৫, ০১৭১৩-২৩০২৬৭