Rajbari News 24

৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
Search
Close this search box.

রাজবাড়ীতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালুর পরিকল্পনা নবাগত জেলা প্রশাসকের

রাজবাড়ী জেলায় তথ্য আদান-প্রদানের জন্য ‘হ্যালো ডিসি’ নামের মেবাইল অ্যাপ চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘রাজবাড়ী জেলায় আমরা হ্যালো ডিসি’ অ্যাপ চালু করতে চাচ্ছি। এই অ্যাপের মাধ্যমে জনগণ তার স্মার্টফোন দিয়ে সরাসরি নাগরিক দুর্ভোগ ও অভিযোগসহ যে কোন তথ্য জেলা প্রশাসনকে খুব সহজে জানাতে পারবে এবং সেই তথ্যের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবে। এছাড়া অনলাইনে সরকারি বিভিন্ন সেবা তারা সহজেই পেতে পারবে।’

তিনি বলেন, ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালুর ব্যাপারে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো যাতে দ্রুতই এটি চালু করা যায়। এই অ্যাপে আমাদের দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ডের তথ্যগুলোও থাকবে। এতে আপনাদের (সাংবাদিকদের) যেমন কাজের ক্ষেত্রে সুবিধা হবে, তেমনি আমাদের অফিসারদেরও সুবিধা হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘আপনারা সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা আপনাদেরকে বলি মিরর অব দ্যা সোসাইটি। সাংবাদিকরা হচ্ছে সমাজের একটি দর্পণ। এই সমাজের জন্য সাংবাদিকদের গুরুত্ব অনেক। বিশেষ করে রাষ্ট্রের কি চাহিদা ও রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে এই কার্যক্রমগুলো সঠিকভাবে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনারা কাজ করেছেন। আপনারা শুধু জাতীয় পার্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন। টেকনোলজির এই যুগে আপনাদের কাজ গ্লোবালি ছড়িয়ে পড়েছে। আমি বিশ্বাস করি কাজের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সহযোগীতা পাবো।’

তিনি আরও বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) রিপোর্ট করবেন তথ্যের ভিত্তিতে। যে তথ্য পাবেন, যে তথ্যের সত্যতা পাবেন সেটির ভিত্তিতেই রিপোর্ট করবেন। রিপোর্ট কার পক্ষে বা বিপক্ষে গেল সেটি নিয়ে ভাবার দরকার নেই। আমি মনে করি যেটা সত্য সেটাই আপনারা তুলে ধরবেন। এক্ষেত্রে আমার সহযোগীতার প্রয়োজন হলে তা পাবেন।’

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলো সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করার পাশাপাশি সেগুলো সমাধানের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় জেলা প্রশাসক জেলার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সহ-সভাপতি ও বাংলানিউজের জেলা প্রতিনধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিন, প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মানবজমিনের জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, ডিবিসি নিউজের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি কবির আহমেদ, সাংবাদিক মোর্শেদ আলম মালেক ও সাংবাদিক মো. রফিকুল ইসলাম বক্তব্য দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পালসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজবাড়ী পৌর বিএনপির ১০১ সদস্য ও ১৬ জন উপদেষ্টা বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা

রাজবাড়ীতে শিশু সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে মো. লতিফ কাজী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত

ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেফতার

ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার

আলীপুরে একই সময়ে দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য

এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে করতেই বসেন দ্বিতীয় বিয়ের পিঁড়িতে। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। গোপনে মন

‘সকল সমস্যা সমাধানে জনগণের প্রতিনিধির সরকার প্রয়োজন’

দেশের সকল সমস্যার সমাধানের জন্য জনগণের প্রতিনিধির সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার (২১ নভেম্বর)

গুমের অভিযোগ: লেফটেন্যান্ট জেনারেল মতিউরের পাসপোর্ট বাতিলের নির্দেশ

গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছে সরকার। গত সোমবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে