Rajbari News 24

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
Search
Close this search box.

রাজবাড়ীতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালুর পরিকল্পনা নবাগত জেলা প্রশাসকের

রাজবাড়ী জেলায় তথ্য আদান-প্রদানের জন্য ‘হ্যালো ডিসি’ নামের মেবাইল অ্যাপ চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘রাজবাড়ী জেলায় আমরা হ্যালো ডিসি’ অ্যাপ চালু করতে চাচ্ছি। এই অ্যাপের মাধ্যমে জনগণ তার স্মার্টফোন দিয়ে সরাসরি নাগরিক দুর্ভোগ ও অভিযোগসহ যে কোন তথ্য জেলা প্রশাসনকে খুব সহজে জানাতে পারবে এবং সেই তথ্যের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবে। এছাড়া অনলাইনে সরকারি বিভিন্ন সেবা তারা সহজেই পেতে পারবে।’

তিনি বলেন, ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালুর ব্যাপারে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো যাতে দ্রুতই এটি চালু করা যায়। এই অ্যাপে আমাদের দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ডের তথ্যগুলোও থাকবে। এতে আপনাদের (সাংবাদিকদের) যেমন কাজের ক্ষেত্রে সুবিধা হবে, তেমনি আমাদের অফিসারদেরও সুবিধা হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘আপনারা সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা আপনাদেরকে বলি মিরর অব দ্যা সোসাইটি। সাংবাদিকরা হচ্ছে সমাজের একটি দর্পণ। এই সমাজের জন্য সাংবাদিকদের গুরুত্ব অনেক। বিশেষ করে রাষ্ট্রের কি চাহিদা ও রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে এই কার্যক্রমগুলো সঠিকভাবে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনারা কাজ করেছেন। আপনারা শুধু জাতীয় পার্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন। টেকনোলজির এই যুগে আপনাদের কাজ গ্লোবালি ছড়িয়ে পড়েছে। আমি বিশ্বাস করি কাজের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সহযোগীতা পাবো।’

তিনি আরও বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) রিপোর্ট করবেন তথ্যের ভিত্তিতে। যে তথ্য পাবেন, যে তথ্যের সত্যতা পাবেন সেটির ভিত্তিতেই রিপোর্ট করবেন। রিপোর্ট কার পক্ষে বা বিপক্ষে গেল সেটি নিয়ে ভাবার দরকার নেই। আমি মনে করি যেটা সত্য সেটাই আপনারা তুলে ধরবেন। এক্ষেত্রে আমার সহযোগীতার প্রয়োজন হলে তা পাবেন।’

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলো সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করার পাশাপাশি সেগুলো সমাধানের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় জেলা প্রশাসক জেলার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সহ-সভাপতি ও বাংলানিউজের জেলা প্রতিনধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিন, প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মানবজমিনের জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, ডিবিসি নিউজের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি কবির আহমেদ, সাংবাদিক মোর্শেদ আলম মালেক ও সাংবাদিক মো. রফিকুল ইসলাম বক্তব্য দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পালসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর

অপহরণ মামলা থেকে বাঁচতেই কি ওসির বিরুদ্ধে মামলা?

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রিমা খাতুনের নামে পাংশা থানায়

আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠানে নিমিষেই বিষাদের ছায়া!

বাড়িভর্তি মেহমান। সাজানো হয়েছে বড় প্যান্ডেল। রান্নার সব আয়োজনও সম্পন্ন। ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুট

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬ টার দিকে সদর