নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ীতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ‘বিশেষ টাস্কফোর্স’ টিম। এতে সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনী।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে জেলার ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ-উল-হাসানের নেতৃত্বে সদর উপজেলার বানীবহ সবজি বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন জানান, বিকেল ৫ টার দিকে বানীবহ সবজি বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে ‘বিশেষ টাস্কফোর্স’ টিম। এসময় প্রতিটি সবজি ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। একই সঙ্গে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ‘বিশেষ টাস্কফোর্স’ টিমের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।