Rajbari News 24

২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
Search
Close this search box.

খানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও দুই মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও দুই মেয়েকে মারধর, কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (৬ নভেম্বর) এ অভিযোগে রাজবাড়ী সদর থানায় ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শরিফা আক্তার (২৬)।

শরিফা খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত মালেক শেখের মেয়ে।

অভিযুক্তরা হলেন- হরিহরপুর গ্রামের মৃত কালু শেখের ছেলে নুরুল ইসলাম শেখ (৪০), তার ছেলে রিফাত শেখ (২১) ও মহীনি মিল লাহিড়ি বটতলা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে নাসিম শেখ (২২)সহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন।

শরিফা আক্তার বলেন, নুরুল ইসলাম শেখ আমার আপন চাচাতো ভাই। ১০ বছর আগে তার কাছ থেকে আমার বাবা আমাদের বাড়ি সংলগ্ন ৫ শতাংশ ২০ লিংক জমি কেনেন। জমি কেনার ছয় মাসের মাথায় আমার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর থেকেই নুরুল ইসলাম আমাদের কাছ থেকে ওই জমি ফেরৎ নেওয়ার পাঁয়তারা করছিল ও আমাদের চাপ দিচ্ছিল। আমরা জমি ফেরৎ দিতে অস্বীকার করায় সে বিভিন্ন সময় আমাদের হুমকি-ধামকি দিত। দুই মাস আগে আমরা বাড়ি না থাকায় নুরুল ইসলাম আমার বাবার কেনা ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করে। আমরা খবর পেয়ে বাড়িতে এসে বাড়ি নির্মাণে বাধা দিলে সে আমাদের খুন জখমের হুমকি দিয়ে চুপ থাকতে বলে। ওই ঘটনায় আমার মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি বলেন, গত ৬ নভেম্বর সকাল ৯ টার দিকে আমি, আমার মা হাসিনা বেগম ও ছোটবোন আরিফা আক্তার আমাদের বাড়ির সামনে দুলাল কাজীর জমিতে আমাদের ধানের কাজ করছিলাম। এসময় নুরুল ইসলাম, তার ছেলে রিফাত ও ভাগিনা নাসিম অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন লোককে সঙ্গে নিয়ে এসে আমাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের হাতে বাঁশের লাঠি, কাচি, ছ্যানদা ছিল। আমার ছোটবোন আরিফা তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা আরিফাকে ও আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথিসহ বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করে। এক পর্যায়ে তারা আরিফার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে তল পেটে কয়েকটি লাথি মেরে জখম করে ও গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। আমার মা আমাকে ও আমার ছোট বোন আরিফাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথিসহ বাঁশের লাঠি, দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। এসময় নুরুল ইসলাম তার হাতে থাকা কাচি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মায়ের মাথা লক্ষ্য করে আঘাত করলে আমার মা ওই আঘাতটি তার হাত দিয়ে প্রতিহত করার সময় আমার মায়ের বাম হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির মাঝ বরাবর লেগে কেটে গুরুত্বর জখম হয়। দ্রুত আমার মাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে তার হাতে ৯ টি সেলাই লাগে।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন শরিফা আক্তার।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, হরিহরপুরে মা ও দুই মেয়েকে মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাংশায় রয়্যাল এনফিল্ড কিনে না দেয়ায় ট্রেনের নিচে ঝাঁপ কিশোরের!

রাজবাড়ীর পাংশায় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাফিন মণ্ডল (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২টার

বসন্তপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা থেকে

কালুখালীতে বাজার নিয়ে বাসায় ফেরা হলো না মোকারমের!

বাজার নিয়ে বাসায় ফেরা হলো না মোকারম হোসেনের। রাজবাড়ীর কালুখালীতে বাজার নিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি। পথে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল

পাংশায় বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল রাসেলের!

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মণ্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুই

রাজবাড়ীতে ভরা মৌসুমে একের পর এক শ্যালো মেশিন চুরি, দিশেহারা কৃষক!

পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে রাজবাড়ী সদর উপজেলায় একের পর এক ঘটছে শ্যালো মেশিন (সেচযন্ত্র) চুরির ঘটনা। ফলে সময় মতো ক্ষেতে পানি দিতে না পেরে সেচ

রাজবাড়ীর বসন্তপুরে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত

রাজবাড়ীতে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেমের চাপায় অয়ন আলী (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সদর