Rajbari News 24

৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
Search
Close this search box.

রাজবাড়ীতে তানভীর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর শেখ (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব।

গ্রেফতার আসামিরা হলেন- রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুনবাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০)।

নিহত তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার বিনোদপুর এলাকার বাবু শেখের ছেলে।

স্বজনরা জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ৯ টার দিকে বিনোদপুর এলাকার নিজ বাড়ি থেকে বাড়ির পাশে মুন্নুর দোকানে ডিম আনতে যাচ্ছিলেন তানভীর। পথে বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তানভীর।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, বুধবার (১৩ নভেম্বর) সকালে তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ৪ নম্বর আসামি কাজলকে বিকেল ৩ টার দিকে শহরের বিনোদপুর এলাকা থেকে ও ৮ নম্বর আসামি রহিমকে সন্ধ্যা ৬ টার দিকে বড়পুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

মামলার বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর

অপহরণ মামলা থেকে বাঁচতেই কি ওসির বিরুদ্ধে মামলা?

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রিমা খাতুনের নামে পাংশা থানায়

আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠানে নিমিষেই বিষাদের ছায়া!

বাড়িভর্তি মেহমান। সাজানো হয়েছে বড় প্যান্ডেল। রান্নার সব আয়োজনও সম্পন্ন। ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুট

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬ টার দিকে সদর