Rajbari News 24

৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
Search
Close this search box.

ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেফতার

ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জনা গেছে, গত ২৫ আগস্ট রাজবাড়ীর বিজ্ঞ বা‌লিয়াকা‌ন্দি আমলী আদাল‌তে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম ও আবুল কালাম আজাদসহ ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও তিন জন‌কে আসামি করা হ‌য়। মামলাটি দায়ের করেন জিয়া স্মৃ‌তি পাঠাগা‌র কেন্দ্রীয় ক‌মি‌টির সদ‌স‌্য ও জেলা ছাত্রদলের সাবেক সি‌নিয়র যুগ্ম সম্পাদক বালিয়াকান্দিউপজেলার বিলধামু গ্রামের আব্দুল মালেকের ছেলে তুহি‌নুর রহমা‌ন। মামলায় তাকে অপহরণের পর নির্যাতন করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। মামলাটি আদাল‌তের বিচা‌রক মৌসুমী সাহা আম‌লে নি‌য়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা‌গে‌ছে, ২০১৪ সা‌লের ১২ জানুয়ারি তু‌হিন‌কে তৎকালীন রাজবাড়ী-২ আস‌নের এম‌পি ও সা‌বেক রেলমন্ত্রী জিল্লুল হা‌কিমের নি‌র্দেশে মামলার অন‌্যান‌্য আসামিরা অ‌স্ত্রের মু‌খে জিম্মি ক‌রে এক‌টি মাইক্রোবা‌সে অপহরণ ক‌রে। প‌রে না‌য়েব আলীর বাড়ির এক‌টি নির্জন ক‌ক্ষে নি‌য়ে বা‌লিয়াকা‌ন্দি থানার সা‌বেক ও‌সি আবু সামা মো. ইকবাল হায়াতসহ অন‌্যান‌্যদের সহায়তায় তুহিনের পা উল্টা ক‌রে ঝু‌লি‌য়ে নির্যাতন চা‌লি‌য়ে ১০ লাখ টাকা চাঁদা দা‌বি ক‌রে। চাঁদা দিতে অস্বীকৃ‌তি জানা‌লে তাকে মে‌রে মেরুদ‌ন্ডের হাড় ভে‌ঙে ফে‌লার পাশাপা‌শি বৈদ্যুতিক শক দেওয়া হয়। পরে ৫ লাখ টাকা চাঁদা দি‌লে তা‌কে পে‌ন্ডিং মামলায় চালান দেওয়া হয়।

এরপর তি‌নি জা‌মি‌নে মুক্ত হ‌য়ে ভার‌তের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতাল ও ভ‌েলোরে সিএনসি হাসপাতালে চিকিৎসা নেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তায় তিনি রাজধানীর ইব‌নেসিনা হাসপাতা‌লে মেরুদ‌ন্ডের অস্ত্রপচার ক‌রে সি-৪ ও সি-৬ কৃত্তিম ডিক্স স্থাপন ক‌রলেও এখনও সস্পূর্ণ সুস্থ‌ হতে পারেননি। উল্লেখিতদের বিরুদ্ধে তিনি মামলা কর‌তে চাইলে তাকে ক্রস ফায়ারের হুম‌কি দিয়ে দমিয়ে রাখা হয়। ক্রসফায়ারের ভয়ে তিনি এতোদিন পরিবার নিয়ে রাজবাড়ী জেলার বাইরে বসবাস করছিলেন। দেশের পরিবেশ ভালো হওয়ায় তিনি এ মামলাটি দায়ের করেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, তুহিনুর রহমানের দায়ের করা মামলায় ৭ নম্বর আসামি আবুল কালাম আজাদ। শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর

অপহরণ মামলা থেকে বাঁচতেই কি ওসির বিরুদ্ধে মামলা?

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রিমা খাতুনের নামে পাংশা থানায়

আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠানে নিমিষেই বিষাদের ছায়া!

বাড়িভর্তি মেহমান। সাজানো হয়েছে বড় প্যান্ডেল। রান্নার সব আয়োজনও সম্পন্ন। ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুট

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬ টার দিকে সদর