
বাজার নিয়ে বাসায় ফেরা হলো না মোকারম হোসেনের। রাজবাড়ীর কালুখালীতে বাজার নিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি। পথে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার গান্ধিমারা বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকারম (৫৫) কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া (চারাখালী) গ্রামের মৃত মোতাহার মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোকারম হোসেন বিকয়া বাজারে পাটের ব্যবসার পাশাপাশি নিজের জমিতে কৃষিকাজও করেন। তার ছেলে সাকিব হোসেন জয় রাজবাড়ী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে। ছেলের পড়ালেখার সুবিধার্থে মোকারম পরিবার নিয়ে রাজবাড়ী শহরে ভাড়া বাসায় থাকেন। তবে ব্যবসা ও কৃষিকাজের কারণে তিনি নিয়মিত গ্রামের বাড়িতে যাতায়াত করেন। আজও তিনি শহর থেকে গ্রামে আসেন। কাজ শেষে বিকেলে গ্রামের বাজার থেকে সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে মোটরসাইকেলযোগে রাজবাড়ী শহরের ভাড়া বাসায় ফিরছিলেন। পথে গান্ধিমারা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।