
দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কালুখালী সরকারি কলেজ চত্ত্বরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় কলেজের শিক্ষার্থী ইমন খন্দকার, আসিফ মণ্ডল, সাব্বির আহমেদসহ অনেকেই বক্তব্য দেন।
এর আগে কলেজ চত্ত্বরে প্রতিবাদ র্যালি করেন শিক্ষার্থীরা।