Rajbari News 24

২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , শনিবার
Search
Close this search box.

কালুখালীতে নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোরহান উদ্দিন বিপ্লব :

রাজবাড়ীর কালুখালীতে নিজ ঘর থেকে জলি আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের স্বামীর বাড়ির নিজ শোবার ঘর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।

গৃহবধূর পরিবারের লোকজনের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জলি আক্তার বোয়ালিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মো. জহুরুল ইসলামের স্ত্রী। তার মাসুরা নামে তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।

জলি আক্তারের শ্বাশুড়ি ঝর্না বেগম বলেন, ‘আমার ছেলে সিঙ্গাপুর থাকে। ছেলের বউ জলির সাথে আমাদের কারো কোন ঝগড়া-বিবাদ ছিলোনা।  শনিবার সন্ধ্যায় জলি সেমাই রান্না করে। আমরা একসাথে মুড়ি দিয়ে সেমাই খাই। রাতে আমি তারাবির নামাজ পড়ার পর জলি আমার মোবাইলে সেহরিতে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে যায়। সেসময় সে আমাকে বলে তার পেটে ব্যাথা করছে, এজন্য সে রোজা থাকবেনা। সেহরিতে যেন তাকে না ডাকি, আমি যেন সেহরিতে আমার মতো রাইস কুকারে ভাত রান্না করে খাই। এই তার সাথে আমার শেষ কথা হয়। এরপর সে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে মেয়েকে সাথে নিয়ে শুয়ে পড়ে। সকাল সাড়ে ৮ টার দিকে সে দরজা না খুললে আমি দরজার সামনে গিয়ে ডাকাডাকি করি। কিন্তু তার কোন সাড়াশব্দ না পেয়ে আমি জানালা খুলে দেখি জলি ফ্যানের সাথে ঝুলছে। তখন আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে থানায় খবর দেওয়া হয়।’

জলি আক্তারের মেঝ বোন খাদিজা বেগম বলেন, ‘৫ বছর আগে জহুরুলের সাথে জলির বিয়ে হয়। বিয়ের সময় আমার বাবা জহুরুলকে মোটরসাইকেল, চেইন, ফার্নিচারসহ অনেক কিছু দেয়। এক বছর আগে জহুরুল সিঙ্গাপুর যায়। সিঙ্গাপুর যাওয়ার সময় আমার বড় দুলাভাই তাকে দুুই লাখ টাকা দেয়। জহুরুল সেই টাকা ফেরত দেয়নি, আমার বোনের সাথেও সে কোন যোগাযোগ করেনা। এদিকে আমার বোনের সাথে তার শ্বাশুড়ি সবসময় ঝগড়া করে। আজ সকাল ১১ টার দিকে বোনের শ্বশুরবাড়ির লোকজন আমাদের ফোন করে জানায়, আমার বোন নাকি আত্মহত্যা করেছে।’

তিনি বলেন, ‘আমার বোন আত্মহত্যা করতে পারেনা। আমার বোনের শ্বাশুড়ি তাকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। বোনের বাচ্চা মেয়েটাকে সে লুকিয়ে রেখেছে, আমাদের কাছে দিচ্ছেনা। আমার এর বিচার চাই।’

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

রাজবাড়ীতে বিএনপির ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর, সুলতানপুর, বসন্তপুর ও মুলঘর ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ)

কালুখালীতে মাদ্রাসার ৩ ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক গ্রেফতার

রাজবাড়ীর কালুখালীতে মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারের চেষ্টার মামলায় আব্দুল্লাহ আল মামুন (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুরে তাকে আদালতে

রাজবাড়ীতে লাখ টাকায় নকল স্বর্ণমুদ্রা কিনে প্রতারিত ব্যবসায়ী

দোকানের ক্রেতা সেজে সখ্যতা গড়ে তোলার পর প্রতারণার মাধ্যমে দোকান মালিকের কাছে নকল স্বর্ণমুদ্রা বিক্রি করে ১ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক।

রাজবাড়ীতে ৩২ মামলার আসামি কালু গ্রেফতার

রাজবাড়ীতে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ মোট ৩২ মামলার আসামি কালু হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে

শিশু আছিয়া ধর্ষণে জড়িতদের ফাঁসি চায় ইসলামী ছাত্র আন্দোলন

দেশব্যাপী নারীদের শ্লীলতাহানি ও নিপীড়নের  প্রতিবাদ এবং মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণে জড়িতদের ফাঁসির দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সোমবার (১০ মার্চ) বেলা

ধর্ষণের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ 

দেশব্যাপী নারীদের শ্লীলতাহানি, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ)