Rajbari News 24

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
Search
Close this search box.

ধর্ষণের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ 

দেশব্যাপী নারীদের শ্লীলতাহানি, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খাঁন রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তারেক রহমান, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক রুবেল মন্ডলসহ অনান্যরা বক্তব্য রাখেন।

এ সময় জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, গত ৫ই আগস্টের পর থেকেই সারা বাংলাদেশ প্রতিদিনই ধর্ষণের মতোন নিকৃষ্টতম ঘটনা ঘটছে। আজকে আমার বোন আছিয়া যখন হাসপাতালে বসে কাতরাচ্ছে, তখন মনে হচ্ছে সারা বাংলাদেশই অসুস্থ অবস্থায় হাসপাতালে বন্দি আছে। আমার বোনের মতোই সারা বাংলাদেশ অসুস্থ অবস্থায়  পড়ে আছে। আমরা চাইনা এমন বিকৃত যৌন লালাসার স্বীকার আর কোন নারী হোক। যারা এমন বিকৃত কাজে জড়িত তাদের প্রকাশ্য দিবালোকে মুসলিম শরীয়া আইন অনুযায়ী তাৎক্ষণিক বিচারের দাবি জানাচ্ছি। এই বাংলাদেশে ধর্ষকদের কোন ঠাই নাই, ধর্ষকদের কোন ঠাই হবেনা।

তিনি আরও বলেন, আমার নেতা তারেক রহমান আছিয়ার খোঁজ নিয়েছেন। আমার বোন আছিয়ার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন আমার নেতা। এছাড়াও বাংলাদেশের সকল জনগণ আছিয়ার পাশে থেকে সহমর্মিতারা হাত বাড়িয়ে দিয়েছেন। সকল আইনি সহযোগিতা করে যাচ্ছেন আমার নেতা তারেক রহমান। তাই এই ধর্ষক, ইভটিজিং, নারী নির্যাতনকারীদের যেখানেই পাবেন তাদেরকে আইনের কাছে সোপর্দ করবেন এবং আইনের লোকদের প্রতি আমার অনুরোধ তাদেরকে বিচারের আওতায় আনুন।

মানববন্ধন শেষে কলেজের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আরএসকে স্কুল প্রদক্ষিন করে আবার একই স্থানে এসে শেষ হয়।

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর

অপহরণ মামলা থেকে বাঁচতেই কি ওসির বিরুদ্ধে মামলা?

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রিমা খাতুনের নামে পাংশা থানায়

আনন্দের সুন্নতে খতনার অনুষ্ঠানে নিমিষেই বিষাদের ছায়া!

বাড়িভর্তি মেহমান। সাজানো হয়েছে বড় প্যান্ডেল। রান্নার সব আয়োজনও সম্পন্ন। ছোটভাই রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানে গায়ে রঙ মেখে অন্য শিশুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুট

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬ টার দিকে সদর