
দেশব্যাপী নারীদের শ্লীলতাহানি ও নিপীড়নের প্রতিবাদ এবং মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণে জড়িতদের ফাঁসির দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় সংগঠনটির পাংশা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আরাফাত হোসাইন ও সহ-সভাপতি মুহাম্মদ আবু মুসা বক্তব্য দেন।
বক্তরা বলেন, ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন কররতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে। অনতিবিলম্বে ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হলে সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সুজন খান উপস্থিত ছিলেন।